Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার ।

     তথ্য আপা        Government of People's Republic of Bangladesh           

                                              মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়   জাতীয় মহিলা সংস্থা            

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে ।

 

মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্যআপার সেবাসমূহঃ

  ● তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান ;

  ● চাকরির আবেদনপত্র পূরণ ;

  ● ভর্তি পরীক্ষার ফরম পূরণ ;

  ● বিভিন্ন  পরীক্ষার ফলাফল ;

  ● ই-মেইল,ম্যাসেঞ্জার,স্কাইপির সাহায্যে যোগাযোগ ;

  ● কৃষি, শিক্ষা ,ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান ;  

  ● আইনী সহায়তার পরামর্শ প্রদান ;

  ● মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা,

  ● রক্তচাপ পরীক্ষা তাপমাত্রা,ওজন মাপা ;

  ● গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য

  ● www.laalsobuj.com মার্কেটপ্লেস পরিচালনা ;

 

উপরোক্ত সেবাসমুহ বিনামূল্যে তথ্যকেন্দ্র হতে ,ডোর টু ডোর

পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করা হয় ।

বিস্তারিত জানতেঃ www.totthoapa.gov.bd