Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটির তথ্যকেন্দ্রে ফকিরহাটের  বিভিন্ন সেবা সমূহ । 

 

 * বিনামূল্যে তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান ;

 * বিনামূল্যে চাকরির আবেদনপত্র পূরণ ;

 * বিনামূল্যে পরীক্ষার ফরম পূরণ ;

 * বিনামূল্যে বিভিন্ন পরীক্ষার ফলাফল ;

 * বিনামূল্যে ই-মেইল,ম্যাসেঞ্জার,স্কাইপির সাহায্যে যোগাযোগ ;

 *  বিনামূল্যে কৃষি, শিক্ষা ,ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান ;  

 * বিনামূল্যে আইনী সহায়তার পরামর্শ প্রদান ;

 * বিনামূল্যে মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান যেমনঃ ডায়াবেটিকস পরীক্ষা ,রক্তচাপ পরীক্ষা তাপমাত্রা,ওজন মাপা ;

 * বিনামূল্যে নিয়মিত  গ্রামীণ নারী  উদ্যোক্তাদের সরকারি ই-কমার্স মার্কেটপ্লেস  Laalsobuj.com এ নিয়মিত নিবন্ধন করানো

  ,তাদের পণ্যের  ছবি আপলোট  দেয়া এবং বিক্রয় করতে সহায়তা করা ;